ফজলুর রহমানঃ ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাজহারুল ইসলাম সুজন
রোববার সকাল ৮টায় বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন ঠাকুরগাঁও-২ (বলিয়াডাঙ্গী, হরিপুর, ও রাণীশকৈলের একাংশ) আসনের আওয়ামী লীগের প্রার্থী মাজহারুল ইসলাম সুজন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষণা করা হয়, নৌকা প্রতীকে মাজহারুল ইসলাম সুজন পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৪১৬ ভোট।
সদরের একাংশ ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনের ১০৪ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ১৭ হাজার ৯৬৫। এই আসনে প্রায় ৫৭ দশমিক ১২ শতাংশ ভোট পড়েছে। দিনভর শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী এলাকায় কোথায় কোনো সহিংসতার অভিযোগ পাওয়া যায়নি।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মাঝারুল ইসলাম সুজনের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আলী আসলাম জুয়েল ট্রাক প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ২৪৫ ভোট। এই আসনে অন্য তিন প্রতিদ্বন্দ্বীদের মধ্যে জাতীয় পার্টির মোছাঃ নুরুন নাহার বেগম (লাঙ্গল প্রতীক) পেয়েছেন ১ হাজার ৯৮৬ ভোট, মোছাঃ রিম্পা আকতার বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব মার্কায় পেয়েছে ৪২৬ ভোট। মোঃ আব্দুল কাদের স্বতন্ত্র প্রার্থী সোফা মার্কায় পেয়েছে ৩২১৩ ভোট